নিজস্ব প্রতিবেদক : মানবতার জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সম্প্রতি মিয়ানমারের সভ্যতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেসকাবের সামনে মিয়ানমারের গণহত্যা বন্ধের দাবিত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালে এ ধরনের ঘটনার শিকার হয়েছিল বলে এর বেদনা আমরা বুঝি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন। তিনি গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সংকটের বিষয়ে বাংলাদেশ যে অনন্য নজির সৃষ্টি করেছে তা বিশ্বে বিরল। মানবতার জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দর রাজ্জাক শাকিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- |
