দুনিয়া কাঁপানো ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪, জুলাই বিপ্লব নিয়ে সবচেয়ে আলোচিত বই ‘রক্তাক্ত দলিল’ প্রকাশিত হচ্ছে T&T প্রকাশনী থেকে।
বইটির প্রধান সম্পাদক বিখ্যাত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ও সহযোগী সম্পাদক ছাত্র রাজনীতির আইডল সাঈদ ইকবাল মাহমুদ টিটু, সুহৃদ সাদিক এবং বইটির সম্পাদনা করেছেন- এস এম বিকাশ আনোয়ার।
৫(পাঁচ) খন্ডের ৩৩০০ পৃষ্ঠার সচিত্র’ রক্তাক্ত দলিল’ বইতে আলোচিত বিষয়সমূহ-
প্রথম খন্ড(১ম) : বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত উল্লেখযোগ্য রিপোর্ট।
দ্বিতীয় খণ্ড(২য়) : বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত উল্লেখযোগ্য রিপোর্ট।
তৃতীয় খণ্ড(৩য়) :বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত উল্লেখযোগ্য রিপোর্ট ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে আওয়ামী সরকারের ভাষ্য।
চতুর্থ খণ্ড(৪র্থ): বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছাত্র-জনতার অভ্যুত্থানের হতাহতের/ পুলিশের নির্মমতার খবর।
পঞ্চম খণ্ড(৫ম): বাংলাদেশের বিভিন্ন পত্রিকার প্রকাশিত ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়/নিবন্ধ, ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক নেতাদের বিবৃতি, বক্তব্য, মন্তব্য, কর্মসূচি, প্রতিক্রিয়া
দেশি-বিদেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মন্তব্য, বিবৃতি, প্রোগ্রাম, কর্মসূচি,রাজনৈতিক নেতাদের গ্রেফতার হামলা, মামলা,নির্যাতনের খবর
,এনজিও, সুশীল সমাজ, সাংস্কৃতিক সংঠন, সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট ব্যক্তি সেলিব্রেটি, খেলোয়াড়দের আন্দোলন সংশ্লিষ্ট ক্রিয়া-প্রতিক্রিয়া মন্তব্য, বিবৃতি, মতামত।
ছাত্র,শিক্ষক, গবেষকসহ যেকোন পেশাজীবী তার গুরুত্বপূর্ণ গবেষণার কাজে ‘রক্তাক্ত দলিল’ সংগ্রহ করতে পারেন।