ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় আদালতে চলছিল বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি। ঠিক তখনই বিচারকের সামনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন দম্পতি। আর সুযোগ বুঝে কোর্ট রুমের মধ্যে স্ত্রী অনিতার (২২) শরীরে ইঞ্জেকশন ফুটিয়ে এইডস রোগীর রক্ত ঢুকিয়ে দেন স্বামী অভিমন্যু কাম্বলে (২৬)। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দু’মাসের গর্ভবতী অনিতা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর গর্ভপাত করানো হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বান্দ্রা পুলিশ।
যদিও বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন কাম্বলে। জানা গেছে, ২০১৩ সালে কাম্বলের সঙ্গে আলাপ হয়েছিল অনিতার। তাঁদের দু’জনেরই বাড়ি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। অনিতার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক নির্যাতন চালাতেন কাম্বলে। বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে আসেন তিনি।
এ বছরের জানুয়ারিতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অনিতা। গত ৬ সেপ্টেম্বর বান্দ্রা আদালতে চলছিল সেই মামলার শুনানি। সেখানে বিচারকের সামনেই ঝগড়া শুরু হয় কাম্বলে ও অনিতার মধ্যে। অভিযোগ, তখনই ইঞ্জেকশন ফুটিয়ে দেন কাম্বলে। অনিতার বোন পুলিশের কাছে অভিযোগ করেছেন, বেশ কয়েক বছর ধরেই কাম্বলের মা এইডসএ আক্রান্ত। মায়ের রক্তই অনিতার শরীরে ঢুকিয়ে দেন কাম্বলে।