এক টিভি চ্যানেলে নিজের জুতোজোড়া দেখিয়ে সঞ্জয় বলেছেন, যেখান সেখান থেকে নয়, এই জুতো আসে মেক্সিকো থেকে। এগুলোই তার ওপর ব্যবহার করেন মান্যতা। সঞ্জয় বলেছেন, এই জুতোগুলো মেশিনে নয়, হাতে তৈরি। আগ্রার মুচিরা এগুলো বানাতে পারবে না। মেক্সিকোর এক মুচি এই জুতো বানায়, তাকে খুঁজে পেতে তাকে প্রচুর কষ্ট করতে হয়েছে।
শিগগিরই মুক্তি পাচ্ছে জেলমুক্তির পর তার প্রথম ছবি ‘ভূমি’। প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত সঞ্জয় দত্ত কাজের ফাঁকেই জানাচ্ছেন, স্ত্রীর সঙ্গে তার উষ্ণ সম্পর্কের কথা।
সঞ্জুবাবা জানিয়েছেন, মেক্সিকান ওই মুচি তাকে ক্যাটালগ পাঠায়, সেখান থেকে তিনি বেছে নেন নিজের জুতো। চামড়ার নয়, এই জুতো তৈরি হয় প্লাস্টিকে। এ রকম বহু জুতো তার আছে, তার স্ত্রী ইচ্ছেমত এগুলো দিয়ে তার মাথায় টুকটাক করে মারেন।
মান্যতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সঞ্জয়ের সঙ্গে রোম্যান্টিক ছবিতে ভর্তি। সঞ্জয়ের কথাতেই পরিষ্কার, তার এই তৃতীয় বিয়ে সত্যিই সুখের হয়েছে।
তাদের সাথে অভিনয় করতে চাচ্ছেন না নায়িকারা!
এককালে নাকি মাধুরী দীক্ষিত তার প্রেমে হাবুডুবু খেতেন। তার সঙ্গে মাধুরীর রসায়ন নিয়ে বলিউড তোলপাড় হয়ে যায়। কিন্তু, ‘ভাগ্যের পরিহাসে’ জেলও খাটতে হয় তাকে। বেআইনি অস্ত্র মামলায় জেল খেতে এখন ফের বি টাউনে কামব্যাক হয়েছে তার। বলিউড দাপিয়ে বেড়ানো সেই সজন, মুন্নাভাই-এর জন্য নাকি নায়িকা পাওয়া যাচ্ছে না।
ডেকান ক্রনিক্যাল-এর খবর অনুযায়ী, সঞ্জয় দত্তের বিপরীতে অভিনয়ের জন্য নাকি বলিউডে নায়িকা মিলছে না। বি টাউনের প্রায় সব নামজাদা নায়িকাই নাকি সঞ্জয়ের সঙ্গে অভিনয়ে ‘না’ বলছেন। সম্প্রতি ‘মালাং’ ছবির জন্য তাই নাকি অঙ্কিতা লোখান্ডের স্মরণাপন্ন হতে হয়েছে সঞ্জুকে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ডই নাকি মালাং-ই সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করবেন।
শুধু সঞ্জয় দত্তই নন, সানি দেওলেরও নাকি সেই একই অবস্থা। অর্থাৎ, সানির বিপরীতে কাজের জন্যও নাকি বলিউডের কোনো নায়িকা রাজি হচ্ছেন না। ৯০-এর দশকের হ্যান্ডসাম হিরো সানির বিপরীতে দীপিকা, কারিনাদের তো ছাড়ুন, তার সমসাময়িক শিল্পা, রবিনা ট্যান্ডনরাও নাকি কাজ করতে নারাজ। আর সেই কারণেই সিং সাহাব দা গ্রেট এবং রাত অ্যান্ড রং নামে সনির পরবর্তী দুটি সিনেমার জন্য ঊর্বশী রাউতেলা এবং ইশা কোপিকর-এর নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে আদিত্য পাঞ্চলির ছেলে সূরজ পাঞ্চলিরও নাকি সেই একই অবস্থা। জিয়া খানের মৃত্যুর পর বেশ কিছু জেলে থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সালমানের হাত ধরে হিরো করেন সূরজ। সেখানে তার বিপরীতে অভিনয় করেন আথিয়া শেঠি। কিন্তু, সালমানের নিজস্ব প্রডাকশনের ওই সিনেমা ফ্লপ করে। আর তারপর থেকে ‘জেল ফেরৎ’ সূরজের সঙ্গে কাজ করতে রাজি হচ্ছেন না বলিউডের কোনো নায়িকাই।