অদক্ষতা ও দুর্নীতি দূর করতে প্রতিটি ব্যাংকে ‘কর্পোরেট ম্যানেজমেন্ট’ প্রচলনের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃতপক্ষে ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক হওয়া উচিত। বাস্তবতা হচ্ছে বেসরকারি ব্যাংকগুলোতে মালিকের সংখ্যাই বেশি। তারা বোর্ড অব ডিরেক্টর হিসেবে আছে। ব্যাংকের সবকিছু তারাই করছে।এই ‘ম্যানেজমেন্টে’ ব্যাংকের মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথক থাকবে।
ব্যাংকের পরিচালকরা শুধু পরিচালনা ও নির্দেশনার মধ্যে থাকলে এবং ব্যবস্থাপনার টেকনিক্যাল সাইডে হস্তক্ষেপ না করলে নিশ্চিত উন্নতি হবে। কিন্তু সেটি করবে কিভাবে। ইতিমধ্যে একই পরিবারের তিন থেকে চারজন করে একই ব্যাংকের পরিচালক হিসেবে আছেন।