মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান করছেন।আজ শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে এক হাজার ৪৬৬ রোহিঙ্গার আরেকটি দল।
করোনা মহামারি এবং তাদের দেশে নির্বাচনের কথা বলে প্রায় একবছর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার টেবিলেও বসেনি মিয়ানমার। ফলে অনিশ্চয়তার দোলাচলে দুলছে রোহিঙ্গাদের ভাগ্য, যার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে।
দ্বিতীয় দিন আজ শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে এক হাজার ৪৬৬ রোহিঙ্গার আরেকটি দল। সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করে দলটি।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) তৃতীয় দফার প্রথম দিনে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৭৭৬ জন রোহিঙ্গা। দুপুর ১২টায় ভাসানচরে পা রাখা এই দলে রয়েছে ৪০৪ জন পুরুষ, ৫১০ জন নারী ও ৮৬২টি শিশু।