মিরপুরের উইকেটে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ার যেন ধাঁধা হয়ে ধরা দিচ্ছে অস্ট্রেলিয়ার কাছে।ফিফটি করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ, তবে ১২৭ রান করেও অস্ট্রেলিয়াকে আটকে দেওয়ার পেছনে অন্যতম অবদান তো মোস্তাফিজুর রহমানেরই। মাহমুদউল্লাহ বলছেন, উইকেট না পেলেও মোস্তাফিজের এ দিনের বোলিংয়ের মূল্য ৫ উইকেট পাওয়ার মতোই।এ যে দম বন্ধ হওয়া এক ম্যাচ। শেষ ১২ বলের রোমাঞ্চ রক্তের চাপ এতটাই বাড়িয়ে দিয়েছিল যে, সবাইকে থমকে যেতে হয়। প্রেসবক্সের সাংবাদিকরা পারলে মাঠে গিয়ে ফিল্ডিং করে দেন। মুস্তাফিজের অমন জাদুকরী ওভারের পরও শরীরের কাঁপন থামছিল না। শেখ মেহেদী শেষ ওভারটা শেষ না করা পর্যন্ত নির্গত নিঃশ্বাসে বাধা পড়ছিল। টি২০ ম্যাচের এক ওভারে ২২ রান তো নিয়মিতই হয়। কে বলতে পারে অস্ট্রেলিয়া ২২ রান করে ফেলবে না! এই শঙ্কার শিহরণ জাগানো ভয় থেকে মুক্তি দেন মেহেদী। রোমাঞ্চকর জয়ের ম্যাচের নায়ক কিন্তু অন্যজন। তিনি কাটার মাস্টার মুস্তাফিজ। ১৯তম ওভারে এক রান দিয়ে জয় একপ্রকার নিশ্চিত করে দেন তিনি। সেটার আনুষ্ঠানিকতা দিতে হতো মেহেদীকে। নিখুঁত না হলেও নিজের কাজটি ঠিকঠাক করে সিরিজের ক্যানভাসে বিজয় এঁকে দেন তিনি। টান টান উত্তেজনায় ১০ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।প্রথম ম্যাচে চার ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ২৩ রানে ৩ উইকেট নেন। আর তৃতীয় ম্যাচে ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৯ রান দিয়েছেন। এর মধ্যে ১৯তম ওভারে এসে দিয়েছেন মাত্র ১ রান। এক কথায় দুর্দান্ত মোস্তাফিজ। তিনে তিন জয়ে সিরিজ নিশ্চিত করে টি২০ ক্রিকেটে অসি-বধের নতুন ইতিহাস লেখা হলো মিরপুরে।টাইগারদের এই সাফল্যে খুশি জাতি।
স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা অভিনন্দন বার্তায় ভাসছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অভিনন্দন জানিয়েছেন বিজয়ী দলকে।
তাদের দলে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির দুর্দান্ত মিডফিল্ডার হামজা চৌধুরী।
বাংলাদেশের জয়ের পর পরই শুক্রবার রাতে নিজের অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিজয় উল্লাসের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে হামজা লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে।’
এরপর বাংলাদেশের লাল-সুবজ পতাকা জুড়ে দেন ক্যাপশনে।