যৌনখিদে মেটাতে ভায়াগ্রা ব্যবহার করতেন রাম রহিম’ এমন বিষ্ফোরক মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত।
এই কথা জানিয়েই শেষ করেননি তিনি আরো বলেছেন, রাম রহিম যেখানে পূজা অর্চনা করতেন, সেই গোপন আস্তানাতেও গিয়েছিলেন। ঘটনাচক্রে জানতে পারেন, সেখানে বাচ্চাদের ধর্ষণ করা হতো। অভিনেত্রীর কথায়, এ কথা জানতে পেরে আমি মর্মাহত হয়েছিলাম। কী করব ভেবে পাইনি।
তিনি আরো জানিয়েছেন, তাকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন রাম রহিমের সেক্রেটারি সি পি আরোরা। আমন্ত্রণ রক্ষা করেছিলেন রাখি। গিয়েছিলেন রাম রহিমের ঘরে। তবে ঘরে গিয়ে তিনি যা দেখেন তাতে চোখ কপালে ওঠার উপক্রম। তিনি রাম রহিমের আখড়ায় ভায়াগ্রা দেখেন। একজন ধর্মগুরুর ঘরে ভায়াগ্রা কেন, মনে প্রশ্ন জেগেছিল তাঁর। অভিনেত্রীর কথায়, আর কিছু বুঝতে বাকি থাকেনি। তখনই ঠিক করি একদিন ভণ্ড বাবার আসল চেহারা সামনে নিয়ে আসব।
এদিকে রাম রহিমকে নিয়ে বায়োপিকের শুটিং শুরু হওয়া মাত্র এ রকমই সব তথ্য সামনে এনেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, রাম রহিমের সম্পর্কে অনেক কথা তাঁর জানা। তাই ভণ্ড বাবার আসল চেহারা সামনে আনার জন্য তিনিই সবথেকে উপযুক্ত।
প্রসঙ্গত, রাম রহিমকে নিয়ে তৈরি বায়োপিকের শিরোনাম হোগা ইনসাফ। প্রধান চরিত্রটি রূপায়ন করবেন রাজা মুরাদ। তদন্তকারী অফিসারের চরিত্রে এজাজ খান। শুটিং হবে দিল্লিতে। ইতিমধ্যে একটি গানের শুটিং হয়েছে। রাখির ভাই রাকেশ সাওয়ান্ত ছবিটির পরিচালক।