বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে রাজশাহী। ১২ রানে উইকেটে আছেন ল্যান্ডে সিমন্স ও ২ রানে মুমিনুল হক।
এর আগে বেলা ১টায় অনুষ্ঠিত ১১তম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে খুলনা টাইটান্স।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর