সিরিজের প্রথমেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করতে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে মাঠে নামেন টাইগাররা।
বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিক। তবে শুরুতেই তামিম ইকবাল ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে।
তবে কোনো আঘাত বা ইনজুরির জন্য নয়। বুধবার দক্ষিণ আফ্রিকা পৌঁছে পরদিনই মাঠে নামায় তিনি বেশ সমস্যায় পড়েন। ক্লান্তি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে উঠতে না পারায় তিনি মাঠ ছাড়েন।
এরপর মাঠ ছাড়েন দ্বিতীয় উইকেট জুটির ইমরুল কায়েস। ভন বার্গের বলে ডিকগালের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ফেরার আগে করেন ৫১ বলে ৩৪ রান।
ইমরুলের বিদায়ের পর তামিমের পার্টনার সৌম্য সরকারও মাঠ ছাড়েন। প্রিটোরিয়াসের বলে ক্লাসিনের হাতে তালুবন্দি হয়ে মাঠে ফেরেন সৌম্য। এর আগে ৬৯ বল খেলে ৪৩ রান করেন তিনি।
এ অবস্থায় দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে মাঠে লড়াই করে যাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুইজনের চেষ্টায় ৩৯ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭ রান। মুশফিক ৪৫ ও মুমিনুল ৩৭ রানে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশ দলের হয়ে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।