ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ যন্ত্র রিঅ্যাক্টর ইতিমধ্যে বিদ্যুৎ প্রকল্পে এসে পৌঁছেছে। স্থাপনের কাজ শুরু হবে আগামী জুন মাসে।
অন্যদিকে দ্বিতীয় ইউনিটের জন্য রিঅ্যাক্টরও স্টিমজেনারেটর তৈরি করে পাঠিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় করপোরেশন রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা।
রোসাটমের বাংলাদেশে নিযুক্ত কর্মকর্তারা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। শৌকত আকবর বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রিঅ্যাক্টর স্থাপনই মূল কাজ। বর্তমানে প্রথম ইউনিটের যন্ত্রাংশ সংযোজনের কাজ চলছে। যন্ত্রাংশ সংযোজন শেষ হলে আগামী জুন মাসে রিঅ্যাক্টর স্থাপনের কাজ শুরু হবে।