রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমগাছগুলোতে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় কোনো কোনো গাছে গুটিও চলে এসেছে। তবে গত বছর যেমন আমবাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গিয়েছিল, এ বছর তেমনটা হয়নি। কোনো গাছে বেশি, কোনো গাছে কম, কোনো গাছে মাঝারি পরিমাণ মুকুল এসেছে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল আলীম জানান, এবার রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গতবার হয়েছিল ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ১৪ হাজার ৪৮৩ মেট্রিকটন।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, জেলায় এ বছর ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার জমির পরিমাণ সাড়ে তিন হাজার হেক্টর বেশি।
তবে প্রাকৃতিক দুর্যোগ না থাকলেই হলো। অনেক সময় ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়। এবার এখন পর্যন্ত দুর্যোগ দেখা যায়নি। তবে সামনের দিনগুলোই আমের জন্য ঝুঁকিপূর্ণ সময়। এ সময়টা ভালোভাবে কেটে গেলেই ফলন ভালো হবে। ’