রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত একটি অনিশ্চিত প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা কেন্দ্রের সম্মেলনকক্ষে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বিষয়ক প্রামাণচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ প্রদর্শনীর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সরকার ব্যর্থ হয়েছে মানবতার কী চরম অবমাননা ঘটছে সেটা বুঝাতে। বাংলাদেশের স্বাধীনতা, অর্থনীতি, সমাজ ও পরিবেশের উপরে কী বৈরী প্রভাব পড়বে এটা বুঝাতেও ব্যর্থ হয়েছে সরকার।
ভারত, চীন ও রাশিয়ায় দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বারবার বলে এসেছি প্রধানমন্ত্রীরই এসব দেশ সফর করা উচিত। তা না হলে অন্তত সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের যাওয়া উচিত এবং আমাদের দেশের অবস্থা বুঝানো উচিত। দুর্ভাগ্য এই কাজগুলো এখনো হয়নি।
বিএনপির এই নেতা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা বরাবর বলে আসছি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য। দুর্ভাগ্য, এখন পর্যন্ত সরকার এটা করছে না। এই সরকারের নীতি হলো জাতিকে বিভক্ত করার নীতি, যার কারণে জাতীয় ঐক্য হওয়ার কথা ছিল তা হয়নি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।