লকডা্উন শেষ হতে না হতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ ।ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও নানাভাবে বুধবার (১৪ জুলাই) সকালে রাজধানী থেকে ব্যক্তিগত ও ভাড়া যানবাহনে ঘাট এলাকায় জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জানান, বুধবার সকাল থেকে নৌরুটে চারটি রো রো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে নৌরুটে।
করোনার সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেরি পার হচ্ছেন মানুষ। রাজধানী ছেড়ে আসা মানুষ ছোট ছোট যানে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে আসছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়ায়। ২১ জুলাই ঈদুল আজহাকে সামনে রেখে বুধবার যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়েছে। পদ্মাপাড়ে ছুটে আসতে যেন মরিয়া হাজার হাজার মানুষ। নানা অজুহাত দেখাচ্ছেন তারা।
এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য দুপুর থেকেই শিমুলিয়া ঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় ঘরমুখী যাত্রীরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও পিকআপভ্যানে করে শিমুলিয়া ঘাটে আসতে দেখা যায়।