দেশের আকাশে রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আমাগীকাল সোমবার পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রবিবার সন্ধ্যায় খুলনা ও ফেনীতে চাঁদ দেখা গেছে।
করোনা মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও ঈদ উদযাপন করতে যাচ্ছে। অদৃশ্য এক ভাইরাসকে ঠেকাতে এ বছর দলে দলে ঈদগাহে না গিয়ে ঘরবন্দি থেকেই মুসলমানদের পবিত্র এই উৎসব পালন করতে হবে।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।