দেশে সর্বমোট আইসিইউ আছে ১১৯৫ টি । এর মধ্যে
৩৫ টি জেলা সদর হাসপাতালে আইসিইউ নেই ।
ঢাকা মহানগরে ৮২৬ টি আইসিইউ আছে ।
এরমধ্যে ৩৮৪ টি সরকারি এবং ৪৪২ টি বেসরকারি ।
ঢাকা ও চট্রগ্রাম মহানগর বাদে সারা দেশে ৩১০ টি আইসিইউ আছে । দেশের মোট ৭৫% আইসিইউ ঢাকা শহরে অবস্থিত । আইসিইউ কম থাকায় ঢাকা বিভাগের বাইরে এক সপ্তাহে মৃত্যু ৭৭.৫% ।যেখানে পক্ষান্তরে ঢাকা শহরে মৃত্যু ২২.৫% । এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকেরা জানান , যদি জেলা হাসপাতাল গুলোতে আইসিইউ সংখ্যা বাড়ানো যায় তাহলে হয়ত মৃত্যুর সংখ্যা কমানো যেত ।