বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় কোচ স্টিভ রোডসের সঙ্গে সব ধরণের সর্ম্পক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।স্টিভ রোডসের অধ্যায় শেষ হওয়ায় আসন্ন শ্রীলংকা সিরিজের জন্য তড়িঘড়ি জাতীয় দলের জন্য প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। যে কারণে টাইগারদের আপদকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে খালেদ মাহমুদ সুজনকে।শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৩ তারিখ কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। তার আগে ১৭ জুলাই জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।
সফরে স্বাগতিকদের সঙ্গে ২৬, ২৮ এবং ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলবে টাইগাররা।