গত বছর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ওই মৌসুমটা স্মরণীয় করে রাখতে পারেননি মোহাম্মদ আশরাফুল। তবে এবার শুরুটা হল দুর্দান্ত। ঢাকা মেট্রোর হয়ে প্রথম দিনেই সেঞ্চুরি দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন ওপেনার শুভ। এরপর আসিফ আহমেদ (১৮) ও মার্শাল আইয়ুব (১১), সৈকত আলী ৩৮ রান করে বিদায় নিলে চাপে পড়ে মেট্রো।
এরপরই পঞ্চম উইকেটে মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ১৭৪ রানের জুটি গড়েন আশরাফুল। মেহেদী হাসান রানার বলে উইকেটকিপার সাব্বিরের ক্যাচ হওয়ার আগে ১২ চার ও ২ ছয়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। যা চার বছর পর যে কোন ধরনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আশরাফুলের।
এদিকে প্রথম দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে হারিয়ে ২৫৭ রান। মেহরাব জুনিয়র ৬৫ রান নিয়ে অপরাজিত আছেন।