সোমবার (৫ অক্টোবর) সকাল থেকেই হোটেলের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সৌদি এয়ারলাইন্সের টোকেন নিতে ১৫-২০ সহস্রাধিক প্রবাসীর ঢল নামে। বাউন্ডারির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রবাসীরা। এক পর্যায়ে হোটেল সোনারগাঁও অবরুদ্ধ হয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তা হাফিজ জানান, নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।