আলোচিত বরগুনারর রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন এই মামলার স্বাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে তার আইনজীবীরা এই আপিল করেছেন।
বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন-রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আঁকন (২১), মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত (১৯), রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)। মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন- রাফিউল ইসলাম, মো. সাগর, কামরুল ইসলাম সাইমুন ও মো. মুসা।