শুক্রবার সকাল ১১টায় আধুনিক সুযোগসুবিধা সম্বলিত এই বাস উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সরকারি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান প্রগতি থেকে বাস দুটি কেনা হয়েছে। রাশেক রহমানের সৌজন্যে বাস দুটিতে শিক্ষার্থীদের জন্য রাউটারের মাধ্যমে ওয়াইফাই সংযোগসহ ২০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন সংযোজন করা হয়েছে। ফলে বাসে বসেই ইন্টারনেট সেবা নিতে পারবে শিক্ষার্থীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসহ দুটি বাস সংযোজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে প্রগতিশীল ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বেরোবি কর্মচারী ইউনিয়ন।
বাস উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, “বাংলাদেশে এই প্রথম পাবলিক কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই ও টেলিভিশন সংযোগ করে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হলো। এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। ” আগামী মাসে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট ড. রশীদুল ইসলাম, হারুন আল রশীদ, সহকারী প্রক্টর আতিউর রহমান, মুহা. শামসুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম তারিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিএস টু ভিসি আমিনুর রহমান, ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান শেখ নোবল প্রমুখ।
বাস দুটি আগামী রবিবার থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে চলাচল করবে।