প্রায় ৩৯ ঘণ্টা পেরিয়ে গেছে। তবে এখনো থামেনি সর্বনাশা আগুন। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এখনও জ্বলছে। উড়ছে ধোঁয়া। বাতাসে পোড়া গন্ধ। পাওয়া গেছে ৫১টি লাশ। তবে সিজিল সার্জন অফিস ৪৯ জনের কথা নিশ্চিত করেছে।থেমে থেমে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর অনেকটা অসহায়ের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায়, ভোর থেকে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে-ওখানে ছড়িয়ে-ছটিয়ে রয়েছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি ড্রাম।
এলোমেলো অবস্থায় পড়ে আছে অনেক পণ্যবোঝাই কনটেইনার। এ যেন যুদ্ধপরবর্তী ধ্বংসস্তূপ।এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৯০ জনের বেশি। গুরুতর দগ্ধ তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।