রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী।নতুন করে ১ হাজার ৭১ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
টানা ছয় দিন পর গত বৃহস্পতিবার নতুন রোগীর সংখ্যা হাজারের ওপরে ওঠে। অবশ্য গত শুক্র ও গতকাল শনিবার আবার তা হাজারের নিচে নেমে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত বুধবার (৬ জানুয়ারি) ৯৭৮ জন, মঙ্গলবার ৯৯১, সোমবার ৯১০, রোববার ৮৩৫, শনিবার ৬৮৪ ও গত শুক্রবার ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন।