রোহিঙ্গাদের সমস্যা নিয়ে শেখ হাসিনাকে দল-মতনির্বিশেষে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপি নেতাদের বলেন, রোহিঙ্গাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না, অহেতুক সমালোচনা করবেন না।
শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন নাসিম।
তিনি বলেন, যে কোনো দেশে রাজনৈতিক সমস্যা সমাধান করতে হয় রাজনৈতিকভাবে। কোনোভাবেই গণহত্যা চালিয়ে নির্যাতন করে সমস্যার সমাধান হয় না। মিয়ানমারে যা ঘটছে, তা মানবতার চরম লঙ্ঘন। এ জন্য বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। বাংলাদেশের মতো একটি সমস্যাসংকুল দেশে এভাবে তাদের আশ্রয় দেয়া যায় না। এভাবে দীর্ঘদিন চলতে পারে না।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জাতিসংঘ জানিয়েছে।
09/09/2017