আজ রবিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশন মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অধিবেশনে আমাদের নিয়মিত কার্যক্রম শেষ করে এক-দুইদিন বিরতি দেওয়া হবে। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন।
গত ১৬ সেপ্টেম্বর চলতি সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।
বছর শেষের এ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার কথা রয়েছে। সেসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিল পাসেরও সম্ভাবনা আছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরু হবে শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে।