নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সরকার আশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপে মিয়ানমার এ বিষয়ে এখন অনেকটা নমনীয় তারা রোহিঙ্গাদের ফেরত নেবেন বলে আশ্বাস দিয়েছে।